বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের আয়োজনে ছয় দিন ব্যাপী সুজুকি ২৭ তম আন্ত ক্লাব শ্যুটিং প্রতিযোগিতা-২০২৪ এ বিকেএসপি শ্যুটিং ক্লাব থেকে অংশ নিয়ে .১৭৭ এয়ার পিস্তল ম্যাচে (মহিলা) দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার পদক পেয়েছেন চাটমোহরের মেয়ে হাসানাত ফেরদৌস পূন্য। পূন্য মির্জাপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও দৈনিক কালবেলা চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রনজু এবং চাটমোহর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীনের ছোট মেয়ে। সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ছাত্রী। এ প্রতিযোগিতায় তার টোটাল স্কোর ২৫৮। ৬ থেকে ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় .১৭৭ এয়ার পিস্তল ম্যাচে (মহিলা) স্বর্ণপদক পান কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের হুমাইরা তাসকিনা। তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পান আনসার ভিডিপি
আরোও পড়ুন...