ভরতপুর, লক্ষ্মণপু, কুমারেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১১ ফেব্রুয়ারী) সারাদিন ব্যাপি আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বিদ্যালয়ের সভাপতি মো: মুর্শিদ আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলতাফ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, সাবেক কাউন্সিল পামেলা খাতুন প্রমুখ।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধারা বর্ননায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন, আলহাজ্ব আলমাছ উদ্দিন, আব্দুল আলিম, আব্দুল মজিদ, আশরাফ আলী। ৪১টি ইভেন্টে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।