শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

ই-পেপার

পাঠক নন্দিত ‘দৈনিক স্বতঃকণ্ঠ’ পত্রিকার বর্ণিল আয়োজনে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

পাঠক নন্দিত বহুল প্রচারিত ‘দৈনিক স্বতঃকণ্ঠ’ পত্রিকার বর্ণিল আয়োজনে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনটি উপলক্ষ্যে পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক নুরুউদ্দীন শফি কাজল কর্তৃক আয়োজিত ঈশ্বরদী নিজস্ব কার্য্যলয়ে র‌্যালী ও ব্যাচ পরিধান করে লালপুর গ্রীনভ্যালী পার্কে যাত্রা করা হয়। পরে গ্রীনভ্যালী পার্কে আলোচনা সভা, কেককাটা, সাংষ্কৃতিক অনুষ্ঠান, স্বতঃকণ্ঠ পরিবারের সাংবাদিকদের মধ্যে নবায়নকৃত কার্ড, ক্রেষ্ট  ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। মহান ভাষা আন্দোলনের চেতনা সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে নিয়ে আজ থেকে ২০ বছর আগে পত্রিকাটির সম্পাদক নুরউদ্দীন শফি কাজল ‘দৈনিক স্বতঃকণ্ঠ’ পত্রিকাটি প্রকাশ করেছিলেন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে হাটি হাটি পা পা করে পত্রিকাটি নিজস্ব মহিমায় বর্তমানে উদ্বভাষিত হয়েছে। পত্রিকাটির একঝাঁক উদ্বামী, আর্দশ, কর্মঠ সংবাদকর্মী রয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রত্যন্ত অ লের সাংবাদ গুলি তুলে ধরেছেন। সেগুলি  সম্পাদক, বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদকদের তত্ত্বাবধানে পাঠকের সামনে নিয়মিত উপস্থাপনের মাধ্যমে স্বতঃকণ্ঠ পত্রিকাটি পাঠকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তার নিজস্ব আসন। পত্রিকাটি জন্মের প্রথম বর্ষ থেকে প্রতি বছরই এই দিনটি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। বেলা ১০টার দিকে ঈশ্বরদীতে পত্রিকাটি নিজস্ব কার্য্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে গ্রীনভ্যালী পার্কে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপনের জন্য যাত্রা করা হয়।  গ্রীনভ্যালী পার্কের নির্ধারিত সভাকক্ষে প্রতিনিধিদের মাঝে নতুন কার্ড বিতরণ করা হয়। পরে সকলের উপস্থিতিতে ২০ বছর পূর্তিতে কেক কাটা ও আলোচনাসভা করা হয়। আলোচনাসভা শেষে সকলে কুশলাদি বিনিময় করে দিনটি উপভোগ করে। মধ্যাহ্নভোজের পরে বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সাংবাদিকতায় স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট বিতরণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা সম্পাদক মমতাজ বেগম, সহকারি সম্পাদক মেহেদী হাসান মিশন, বার্তা সম্পাদক শিউলী আকতার, রাজশাহী ব্যুরো চিফ এহসান হাবীব তারা, বিশেষ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, ফজলুর রহমান খান, স্টাফ রিপোর্টার আবুল কাশেম, স্টাফ রিপোর্টার সৌরভ কুমার দেবনাথ, সজীব হালদার, নিশাত তামান্না ফারিন, নাটোর জেলা প্রতিনিধি পি কে এম আব্দুল বারী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, রাজশাহী প্রতিনিধি হাবিল উদ্দিন, রাজশাহী নগর প্রতিনিধি ফজলে হাবীব, ভাঙ্গুড়া প্রতিনিধি আব্দুর রহিম, আটঘরিয়া প্রতিনিধি আব্দুস সাত্তার, চাটমোহর প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, উল্লাপাড়া প্রতিনিধি আমিনুল ইসলাম, লালপুর প্রতিনিধি মোজাম্মেল হক, বেড়া প্রতিনিধি মায়দুল মল্লিক, ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যায়যায় দিনের ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন, দৈনিক চলনবিলের আলোর ঈশ্বরদী প্রতিনিধি মুশফিকুর রহমান, সিরাজগঞ্জ থেকে এম এ সালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর