১ লা এপ্রিল বাংলাদেশের বিভিন্ন গ্রাম শহরে
পাকিস্তানী হানাদার প্রতিরোধে তৗব্র যুদ্ধ চলছে,
কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে হানাদার পর্যুদস্ত
যশোরে হানাদার বাহিনী নির্বিচারে হত্যাকান্ড করছে।
হানাদার বাহিনী যশোরে বিহারীদের সহযোগিতায়
বাঙ্গালীদের বসতবাড়ীতে আগুন জ্বালিয়ে দেয়,
বাড়ী বাড়ী গিয়ে মুক্তিযোদ্ধা তল্লাশি চালিয়ে
নারী পুরষ নির্বিচারে হত্যাকান্ডের শিকার হয়।
ঘাতক পাঞ্জাবি সৈন্যরা শহরে ও শহরের বাহিরে
অমুসলিম সম্প্রদায়ের মানুষকে হত্যা করে,
আওয়ামীলীগ সমর্থকদের খুঁজে খুঁজে এনে
বন্ধুকের নলের সামনে দাড় করিয়ে মারে।
বাঙ্গালীর প্রিয়নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘাতকদের হাতে বন্দী পাকিস্তানের জেলখানায়,
বঙ্গমাতা কন্যা সন্তানদের নিয়ে ৩২ নম্বর ছেড়ে
শহরের খিলগাঁও চৌধুরী পাড়ার ভাড়া বাসায়।
বাঙ্গালীদের স্বাধীনতার মনবল ভাঙ্গতে
পাকিস্তান বঙ্গবন্ধুর বন্দীদশা ছবি অবমুক্ত করে,
প্রিয়নেতা বঙ্গবন্ধু শে মুজিবের বন্দীদশা ছবি দেখে
হানাদার প্রতিরোধে বাঙ্গালীর যুদ্ধের গতি যায় বেড়ে।