প্রাণ বাঁচাতে শহর ছেড়ে গ্রামে জনতার ঢল
ঘাতক সেনারা চেকপোষ্টেও হত্যাকান্ড চালায়,
ঢাকা সেনানিবাস থেকে হেলিকপ্টার যোগে
বঙ্গবন্ধু শেখ মুজিবকে করাচি নিয়ে যায় ।
রাষ্ট্রভাষা বাংলার প্রস্তাবকারী ধীরেন্দ্রনাথ দত্ত
হায়েনার দল রাত্রী দেড়টায় তুলে নিয়ে যায়,
তাঁকে ও ছেলে দিলিপ দত্তের খোজ মেলেনি
রমনার কয়েকশ বাঙ্গালী সেনাকে হত্যা করা হয় ।
মেজর আবু ওসমান চৌধুরীর নেতৃত্বে মুক্তিবাহিনী
কুষ্টিয়ায় পাক সেনাদের ওপর হামলা চালায়,
পাবনায় মুক্তিযোদ্ধাদের ৪০ হায়েনা নিহত হয়
জনতার গণপিটুনিতে অনেক হায়েনা প্রাণ হারায় ।
ময়মনসিংহের রাবেয়া মেমোরিয়াল বিদ্যালয়ে
ইপিআর বাহিনী স্বাধীন বাংলার পতাকা উত্তোন করে,
বঙ্গবন্ধুর সহচর আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধের জনমত গঠনে পৌছান ফরিদপুর শহরে ।