বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলার স্বাধীনতার ঘোষনা
সারা বাংলায় ছড়িয়ে পড়ায়
বাংলার মাটি থেকে পাক হানাদার হঠাতে
ঐক্যবদ্ধ বাঙ্গালী মুক্তিযুদ্ধে অংশ নেয়।
২৭ শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র হতে
বঙ্গবন্ধু পক্ষে বার বার ঘোষনাপত্র প্রচার করা হয়,
বাঙ্গালীদের যুদ্ধে উৎসাহ প্রেরণা দিয়ে প্রচারিত হয়
দেশের গাণ জয় বাংলা, বাংলার জয় ।
৭১ এর ২৫ শে মার্চ হানাদার বাহিনীর গণহত্যায়
ঢাকা পরিণত হয় ধ্বংসস্তুপ আর লাশের পাহাড়,
২৭ শে মার্চ নিউমার্কেট কাচাবাজার পুড়ে করে ছাই
রমনা মন্দিরে ২৭জনকে হত্যা করে পাক হানাদার।
পূর্ববাংলার যুদ্ধাবস্থায় প্রতিবেশী দেশ ভারত
নিরীহ জনসাধারণের আশ্রয়ে সীমান্ত খুলে দেয়,
ঘাতক বাহিনীর অতর্কিত হামালায় আতংকিত জনগণ
পূর্ব বাংলা থেকে ভারতে আশ্রয় নেয় ।
ঘাতক জেনারেল নিয়াজি স্বাধীনতা সংগ্রামকে
কামান ট্যাংক দিয়ে গুড়িয়ে দেবার নির্দেশ দেয়,
অত্যাচার রুখে স্বাধীনতার দৃড় প্রত্যয়ে
বাঙ্গালী হানাদার প্রতিরোধে এগিয়ে যায়।