বাঙ্গালীর অতীত ইতিহাস ঐতিহ্যে
পাক হায়েনাদের হিংসায় ধরে,
তাই প্রিয় বাংলাকেই মুছে দিতে
জোরপূর্বক উর্দু রাষ্ট্রভাষা ঘোষনা করে ।
৪৮ এর ভাষা সংগ্রাম পরিষদ
৫২ এর ভাষা শহীদের রক্তের বদলায়,
বীর বাঙ্গালী জাতি সংগ্রাম করে
প্রাণের বাংলা ভাষা ফিরে পায় ।
যখনই বাংলার অসহায় মানুষ
তাদের ন্যায্য দাবী উঠায়,
হায়েনার দল বাঙ্গালীর উপর
নির্যাতনের স্ট্রীম রোলার চালায় ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙ্গালীর অধিকার আদায়ে এগিয়ে আসেন,
বঞ্চিত মানুষের পাশে থাকায়
মিথ্যা মামলায় বার বার কারাবরণ করেন ।
বাবা মায়ের সামনে মেয়েকে অপহরণ
কত মেধাবী ছাত্র শিক্ষক জনতা হত্যা,
হায়েনার পাশবিকতায় সোচ্চার হন
বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার প্রিয় নেতা ।
১৯৭১ সংগ্রামে উত্তাল ০৭ই মার্চ
ঐতিহাসিক রেসকোর্স ময়দান,
বাঙ্গালী জাতিকে যার যা কিছু আছে তা নিয়েই
বাংলার শত্রু মোকাবেলায় করেন আহবান ।
জল্লাদ ইয়াহিয়ার ঘৃর্ণিত নীল নকশায়
২৫ মার্চ ঘুমন্ত জাতির উপর অতর্কিত হামলায়,
সিডনির মর্নিং হেরাল্ড পত্রিকার ভাষ্যমতে
ঐ রাত্রেই এক লক্ষ মানুষ মারা যায় ।
ঘাতক সেনাবাহিনীর হাতে গ্রেফতারের পূর্বেই
বঙ্গবন্ধু ওয়্যারলেস যোগে স্বাধীনতা ঘোষনা করে,
প্রিয়নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহবানে
বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে ।
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব
বাঙ্গালীর প্রাণ বাঙ্গালীর জাতির পিতা,
তাঁহার ঐকান্তিক প্রচেষ্টা দু:সাহসিক নেতৃত্বে
পেয়েছি বাংলার কাঙ্খিত স্বাধীনতা ।