রোজা শেষে আসন্ন পবিত্র ঈদ
আদায় কর সদকাতুল ফিতর,
ধনী গরীর এক সঙ্গে ঈদের আনন্দে
লাগাবে সুগন্ধি সুরমা আতর ।
নিসাব পরিমান সম্পদের উপর
সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে,
সকলেই রোজা শেষে ঈদের জন্য
নতুন পোশাক ক্রয়ে ব্যস্ত রয়েছে ।
ধনীদের সঙ্গে দুস্থ গরীব যেন পায়
ঈদে ভাল খাবার পাঞ্জাবী, শাড়ী চাদর,
ঈদের আনন্দ ভাগাভাগি করতে
সবাই আদায় কর সদকাতুল ফিতর ।