শেখ লুৎফর রহমান ও মা সাহেরার ঘরে
ঐতিহাসিক ১৭ মার্চ জন্ম শেখ মুজিব,
বাংলার অবিসংবাদিত নেতা হয়ে
জ্বালিয়েছে বাংলার স্বাধীনতার প্রদীপ ।
ইতিহাসের এই দিনে বহু জ্ঞানীজন
পৃথিবীতে করেছেন নব আগমন,
নানা শেখ আব্দুল মজিদ বলেছেন
নাতী জগৎজুড়ে খ্যাতি করবে অর্জন ।
গাঁয়ের সবুজ শ্যামল মুগ্ধতায়
দোয়েল ফড়িং শিকার ঘুরে ফীরে,
দুরন্তপনা কৈশোর কাটে তাঁর
টুঙ্গীপাড়ার বাইগার নদীর তীরে ।
কিশোর শেখ মুজিব বিদ্যালয়ে
দরিদ্র ছাত্রদের কল্যানে কাজ করেন,
বাড়ীর মৌলভীগণের কাছে তিনি
বাংলা আরবি অংক ইংরেজি পড়েন ।
দেশের সংকটে বঙ্গবন্ধু শেখ মুজিব
জনগণের পাশে থেকে সংগ্রাম শুরু করে,
পিতামাতার আদরের বড় ছেলে,
নির্যাতিত হয়ে বার বার যেতে হয় জেলে ।
বাংলার স্বাধীনতা দিয়েছে শেখ মুজিব
মহান নেতার প্রতি জাতির রয়েছে ঋণ,
আজ ঐতিহাসিক ১৭ মার্চ শুভ হোক
বাঙ্গালী জাতির পিতার জন্মদিন ।