সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

কৈশ‌োর‌ে দয়ালু মুজ‌ি‌ব – ম‌ো: আলমগীর  হ‌োস‌ে‌ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ

স্বৈরাচারে‌র শোষন‌ হত‌ে মুক্ত‌ি‌কামী জনগণ
 বাংলায় সঠ‌ি‌ক ন‌ে‌তৃত্বে‌র অভাবব‌োধ কর‌ে,
১৯২০ সাল‌ে‌র ঐত‌ি‌হাস‌ি‌ক ১৭ মার্চ বুধবার
বঙ্গবন্ধুর জন্ম টুঙ্গীপাড়ার সম্ভ্রান্ত পর‌ি‌বার‌ে ।
আক‌ি‌কায় নানা শ‌ে‌খ আব্দুল মজ‌ি‌দ
নাতীর নাম দ‌ে‌ন শ‌ে‌খ মুজ‌ি‌বুর রহমান,
নানার দ‌োয়ায় বাঙ্গালীর চ‌োখ‌ে‌র মন‌ি
সারাব‌ি‌শ্বে অর্জন কর‌ে‌ছে অজস্র সম্মান ।
শৈশব কৈশরে মাছ ও পাখ‌ি শিকার
মধুমত‌ি‌র শাখা বাইগার নদীর  তীর‌ে,
দর‌ি‌দ্র ছ‌ে‌লেক‌ে ন‌ি‌জে‌র প‌ে‌াশাক দ‌ি‌য়ে
দয়ালু মুজ‌ি‌ব গায়‌ে চাদর মুড়‌ে ফীর‌ে ।
বাংলার মুখ‌্যমন্ত্রীর স্কুল পর‌ি‌দর্শন‌ে
মুজ‌ি‌ব স্কুল‌ে‌র ব‌ি‌ভিন্ন সমস‌্যা তুল‌ে ধর‌ে,
শ‌ে‌খ মুজ‌ি‌বে‌র সুন্দর উপস্থাপনায়
মুখ‌্যমন্ত্রী ম‌ে‌ধাবী মুজ‌ি‌বে‌র প্রশংসা কর‌ে ।
হায়‌ে‌নার শ‌ে‌াষন‌ হত‌ে জনগণকে মুক্ত করত‌ে
দয়ালু শ‌ে‌খ মুজ‌ি‌ব সংগ্রাম শুরু  কর‌ে,
বাংলার জনগণ বঙ্গবন্ধুর  দ‌ে‌শপ্রে‌মে‌র মুগ্ধতায়
প্রি‌য় ন‌ে‌তার নাম‌ে‌ বঙ্গবন্ধু খ‌ে‌তাব দ‌ে‌ন জুড়‌ে ।
 বঙ্গবন্ধু শ‌ে‌খ মুজ‌ি‌ব বাংলার মানুষ‌ে‌র জন‌্য
 আজীবন জেল জুলুম‌ে‌র মধ‌্যে সংগ্রাম কর‌ে‌ছেন,
 বাঙ্গালীর কাঙ্খ‌ি‌ত স্বাধীনতা অর্জন কর‌ে
 হাজার বছরে‌র শ্রে‌ষ্ঠ বাঙ্গালী খ‌ে‌তাব প‌ে‌য়ে‌ছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর