মাহে রমজানের চাদঁ উঠেছে
মুমিনের মুখে হাসি ফুটেছে,
রমজানের সুশীতল বাতাসে
কবরের আজাব বন্ধ হয়েছে ।
রোজাদার পানাহার ত্যাগ করে
আল্লাহর ইবাদতে মসগুল রয়েছে,
তসবি জায়নাজসহ মুমিন বান্দায়
তারাবির জামায়াত বেশ বড় হয়েছে ।
খাবার দোকান বন্ধ করে সবাই
ইফতারীর দোকান সাজিয়েছে,
মাহে রমজানের শুরুতেই
বাজারসমূহ বেশ জমে উঠেছে ।
রোজার মাসে মুমিনগন দিচ্ছে
গরীর দু:খীকে সদকা ফিতরাহ,
ইবাদতে অধিক ব্যস্ত মুমিনগণ
যাতে খুশি হন মহান আল্লাহ ।