নাটোরের নলডাঙ্গায় স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ কর্তৃক পরিচালিত মৎস প্রকল্পের মৎস আহরণের শুভ উদ্ভোধন হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার পশ্চিম মাধনগর নিজ পুকুর পাড়ে স্বপ্নচাষ ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্ভোধন করা হয়।
মৎস আহরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা পুলিশ সুপার (পিপিএম) তারিকুল ইসলাম, নাটোর জেলা এনএসআই উপ পরিচালক শাহিনুর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সামিউল আমিন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান সহ প্রমূখ।