হে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিব
তুমিই জ্বালিয়েছো,
বাঙ্গালীদের কাংখিত স্বপ্ন
স্বাাধীনতার প্রদীপ ।
পাক হায়েনারা চেয়েছিল
পূর্ববাংলা থাকবে পরাধীন,
তোমারই ঘোষনায়
লাখো শহীদের রক্তের বিনিময়ে
এদেশ হয়েছে স্বাধীন ।
তুমি বাংলার মহান মুক্তিযুদ্ধে
সকলকে করেছো আহবান,
তাইতো বাঙ্গালী জাতি
করে তোমার জয়গান।