খুন ধর্ষন লুটতরাজ ! কি নারকীয় কান্ড
নিজ ভূমিতে থেকেও পরাধীনতা,
অসহায় বাঙ্গালীর পাশে দাড়ালে
বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার প্রিয় নেতা।
স্বাধীনতার দাবীতে উত্তাল ০৭ ই মার্চ
জন সমুদ্রে পরিণত রেসকোর্স ময়দান,
বাঙ্গালীর ন্যায্য অধিকার ফিরে পেতে
শত্রু মোকাবেলায় সকলকে করে আহবান।
মিথ্যা মামলা হামলা নির্যাতন করে
সংগ্রাম দমাতে পারেনি হায়েনার দল,
২৫ শে মার্চ কালো রাতে হামলা করে
ভাঙ্গতে চেয়েছিল জাতীয়তাবাদী মনবল।
সেক্টর কমান্ডারগণ স্বাধীনতার ঘোষনা
পাঠ করেন বিভিন্ন বেতার ষ্টেশনে।
নির্যাতিত জনগণ শত্রু মোকাবেলায়
অস্ত্র নিয়ে শরীক হন যুদ্ধ রনাঙ্গনে।
ঘাতক সেনা মেজরদের মনোরঞ্জনে
বাবার সামনে কত মেয়েকে হরণ করে,
লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা
মায়ের সম্মান বয়ে আনে বাংলার ঘরে ।