১৯৭১ সালের রক্ত ঝরা মার্চ
স্বাধীনতার স্বপ্ন জাগ্রত মাস,
বাঙ্গালীর স্বপ্ন ভন্ডুল করতে
হায়েনা চালায় ব্লাক অপারেশন সার্চ।
২৫ শে মার্চ কালো রাত্রীতে
হায়েনার হামলায় কত রক্ত ঝরে,
ঢাকা শহরসহ সারাদেশে
পাক হায়েনা হত্যার তান্ডব করে।
সন্তান হারা মায়ের আর্তনাদ
সম্ভ্রম হারানো বোনের ক্রন্দনে,
অধিকার বঞ্চিত বাংলার জনগণ
জাগ্রত হয় স্বাধিকার আন্দোলনে ।
বাংলার স্বাধীনতার দাবীতে
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন,
বাঙ্গালীর ঐক্যবদ্ধ আন্দোলনে
কেপে ওঠে পাক হায়েনার শাসন ।
হায়েনার হামলায় শহীদের রক্ত
সম্ভ্রম হারানো মায়ের অঙ্গীকার,
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
বাঙ্গালীর মৌলিক অধিকার ।