সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ার বই মেলায় হাসান হাফিজুর’র দুটি বইয়ের মোড়ক উন্মোচন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৮ অপরাহ্ণ

রাজশাহী রেঞ্জের পুলিশ পরিদর্শক মো. হাসান হাফিজুর রহমানের লেখা ‘জলচরী ও বৃত্তাবর্ত’ নামের দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আমরা ক’জন স্পোটিং ক্লাব আয়োজিত নাটোরের বাগাতিপাড়ায় ৩১তম অমর একুশে বই মেলায় এ বই দুটির মোড়ক উন্মোচন করেন জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়। ক্লাবটির সভাপতি তৌফিকুর রহমান শ্রাবনের সভাপতিত্বে ও বই মেলার আহবায়ক তোসাদ্দেক সরকার তিতাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। উপজেলার বিহারকোল এলাকায় মডেল মসজিদ প্রাঙ্গণে ৫দিন ব্যাপী এই বই মেলার শেষ দিনে থাকছে বিনা মূল্যে হাজার বই বিতরণী উৎসব বলে জানান, আমরা ক’জন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com