কষ্ট তুমি মাঝে মাঝে হও আকাশের মত নীল
খুব সহজে দখল কর
আমার ভাঙ্গা দিল।
কষ্ট তুমি মাঝে মাঝে হও গোলাপের মতো লাল
মনের গভীরে শেষ করো তুমি
কেউ বোঝেনা হাল।
কষ্ট তুমি মাঝে মাঝে হও
নিষ্কলঙ্ক সাদা
অদৃশ্য এক আগুন হও
ধ্বংসস্তূপের গাধা।
কষ্ট তুমি মাঝে মাঝে হও
খুব ওজনের বড় পাথর
নিঃশ্বাসকে খুব ভারি করো
নিশ্চুপ হয়ে কাতর।