বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী পিয়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

পাবনা-সিরাজগঞ্জ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে নারীদের অহংকার মাহজেবিন শিরিন পিয়া। মাহজেবিন শিরিন পিয়া ইতিমধ্যেই সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক ও দলীয় কর্মকান্ডে এ ঘোষণা দিয়েছেন। মাহজেবিন শিরিন পিয়া পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী মৃত শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য মেয়ে। এবারে পাবনা -৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মাহজেবিন শিরিন পিয়া চলনবিলের আলোকে জানান, তাঁর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও আজীবন আওয়ামী লীগের নির্ভীক নেতা ছিলেন। সেই বাবার হাতধরে তিনি দীর্ঘ ৪০ বছর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য রাজপথে কাজ করছেন। মানুষের সেবা করে যাচ্ছেন। মাহজেবিন শিরিন পিয়া আরও জানান, ২০১৪ সালে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। এর আগে ১৯৮৭ সালে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগে যুক্ত হন। বিভিন্ন সময়ে তিনি ঈশ্বরদী পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী ছিলেন। তিনি আরো জানান, তাঁর নেতৃত্বে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। দলের প্রতি আনুগত্য থাকায় এবারও তাঁকে জেলা কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। ইতিপূর্বে তিনি পাবনা জেলা পরিষদে চেয়ারম্যান পদেও নির্বাচন করেন। মাহজেবিন শিরিন পিয়া জানান, জাতীয় সংসদের সদস্য পদের জন্য তিনি ইতিপূর্বে মোট পাঁচবার দলীয় মনোনয়ন চেয়েছেন। এরমধ্যে সংরক্ষিত নারী আসনের জন্য একবার। তিনি বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনয়ন না দিলেও সবসময় আমি নৌকার জন্য ভোট চেয়েছি। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মেনে চলেছি। মাহজেবিন শিরিন পিয়া আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য আমি অনেক সংগ্রাম করেছি, ব্যক্তিগত ভাবে অনেক ত্যাগ স্বীকার করেছি। এবার আমি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি এবং আশাকরি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর