বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

ই-পেপার

সিংড়ায় দিনব্যাপী তামাক বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ণ

নাটোরের সিংড়ায় দিনব্যাপী তামাক বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) বেলা ১১টায় সিংড়া পৌরসভা সম্মেলন কক্ষে এইড ফাউন্ডেশন ও মেয়র এলাইন্স ফর হেলদি সিটির উদ্যোগে বৃহত্তর রাজশাহী বিভাগের নাটোর জেলার ৭টি পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় তামাক বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন ঢাকার ধামরাই পৌরসভার মেয়র ও মেয়র এলাইন্স ফর হেলদি সিটির জেনারেল সেক্রেটারি গোলাম কবির, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জমান মনির, ভাইটাল স্ট্রাটোজের সিনিয়র টেকনিক্যাল এডভাইজার সৈয়দ মাহবুবুল আলম তাহিন, এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর শাগুফতা সুলতানা, মেয়র এলাইন্স ফর হেলদি সিটির কো-অর্ডিনেটর আবু নাসের অনীক, স্টপ বাংলাদেশের ফোকাল পয়েন্ট ফাহমিদা ইসলাম, টিসিআরসি’র ব্যবস্থাপক ফারহানা জামান লিজা প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ভবিষ্যত প্রজন্মকে অবশ্যই তামাক মুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ জনসচেতনতামূলক প্রচারণা বাড়াতে হবে। আগের চেয়ে পাবলিক প্লেসে ধুমপান অনেকটাই কমে গেছে। আমরা আশা করবো আগামীতে এর পরিমাণ আরও কমে যাবে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে আমরা বদ্ধপরিকর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর