পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার অরনকোলা হারুখালী মাঠের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত মেহেদী হাসান অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্কর জোয়ারদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে মেহেদী হাসান নিখোঁজ ছিলেন। সারারাত পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ সোমবার দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে হারুখালী মাঠের ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।