সততা ও দায়িত্ববোধে
যদি এলার্জি থাকে তোমার,
ইহকাল পরকাল
হবে তোমার ছার খার ।
মিথ্যা ও চাপাবাজিতে
সাময়িক মিথ্যা সুখ,
মন থেকে পাবেনা প্রশান্তি
স্বয়ং স্রষ্টা হবে তোমার বিমুখ ।
মৃত্যু সবার সন্নিকটে
কখন পরবে ধরা,
সময় পাবেনা তুমি
যেতে হবে ক্ষমা ছাড়া ।
তাই সময় থাকতে
মিথ্যা ছেড়ে চল সৎ পথে,
ইহকাল পরকাল
কাটবে পরম শান্তিতে ।