পৌষের শীতের সকাল
মনে হয় কাটেনি রাত,
সকালের বাজার ক্রেতা শুন্য
তাইতো ফেরি দোকানীর মাথায় হাত ।
সকাল সকাল খেজুরের রস
ফেরি হতো কলসি কাধে ঝুলিয়ে,
নিপাহ ভাইরাসের দাপটে
আর দেখা যায়না গেছে তা হারিয়ে ।
শীতের কনকনে ঠান্ডা হাওয়ায়
প্রায় সকলের হচ্ছে জ্বর কাশি,
ঠান্ডা জ্বরের চিকিৎসা নিতে
ক্লিনিকগুলোতে ভীড় হচ্ছে বেশী ।
ঘন কুয়াশায় সকাল গড়িয়ে
কেউ থাকে কম্বল মুড়ে,
আবার কেউ রাস্তার মোড়ে
উচ্ছিষ্ট পুড়িয়ে গা গরম করে ।