নাটোরের নলডাঙ্গায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাসুদেবপুর, নলডাঙ্গা, নাটোর এ ১১ পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ১৭ ইস্ট বেংগল রেজিমেন্ট কৃর্তক শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪০০ টি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ৪০০টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থান থেকে শীতার্ত নারীপুরুষ ৪০০ জন ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম (এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন, ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী, পিএসসি। এতে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।