নাটোরের সিংড়ায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, জাহেদুল ইসলাম ভোলা, জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, লুৎফুল হাবিব রুবেল, মাওলানা রুহুল আমিন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি ফাহমিদা আহমেদ আঁখি, জেলা পরিষদের সদস্য সরফরাজ নেওয়াজ বাবু, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।