নাটোরের সিংড়ায় সরকারি খাল-বিল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার ও বুধবার ৫৮ কিলোমিটার দখলমুক্ত করা হয়েছে। এসময় ২০ লক্ষ টাকার মাছ অবমুক্ত করা হয়। জব্দ করা হয়েছে চারটি শ্যালো মেশিন। একজন দখলদারকে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, চলনবিলের সরকারি খাল দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।
সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া, সারদানগর খাল, ইটালী ইউনিয়নের তিশিখালি, সাঁতপুকুরিয়া ও তাজপুর ইউনিয়নের জয়নগরসহ প্রায় ৫৮ কিলোমিটার খালের মাটি ও বানার তৈরী অবৈধ বাধ অপসারণ করা হয়। এসময় ভুলু সরদার নামের একজনকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। একই সাথে চারটি শ্যালো মেশিন ও ৩০ ফিট পাইপ জব্দ করা হয়। সরকারি খাল দখলমুক্ত করে অবমুক্ত করা হয় প্রায় ২০ লক্ষ টাকার দেশি প্রজাতির মাছ।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন প্রমূখ।