হাটিকুমরুলর-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
সোমবার (৮ জানুয়ারী) দুপুর ৩টার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাড়কের হামকুড়িয়া গ্রামের ৮ নং ব্রীজ এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার বড় বেলাই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাইদুর রহমান (৩৬) ও আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সরিষা বোঝাই একটি ভুটভুটি গাড়ি চাচকৈড় বাজারের দিকে যাচ্ছিল অপরদিক থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা হামকুড়িয়া ৮ নং ব্রীজ এলাকায় পৌঁছালে একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক নিহত হয় ও হাসপাতালে নেয়ার পথে একজন যাত্রী মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.মওদুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে “চলনবিলের আলোকে” জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ভুটভুটি ও অটোরিকশা জব্দ করে থানা নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে, জানান তিনি।