রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এসময় ঢাকা থেকে আগত সাংবাদিকরা প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহন করে প্রেসক্লাবের উত্তর উত্তর সফলতা কামনা করেন। পরে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল হক, নান্দাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, অডিটর মাওলানা ইসলাম উদ্দিন, সদস্য ও সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক, আজিজুল হক, আতাউর রহমান বাচ্চু, সাফায়েত আহম্মেদ, ময়মনসিংহ যুব কাউন্সিলার বিধান কৃষ্ণ গোস্বামী, বাউল মেলা পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল হক, নান্দাইল হেল্প লাইনের এডমিন শফিউল আলম জুয়েল সহ প্রমুখ। আলোচনা সভা শেষে নান্দাইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে পালন করা হয়। পরে নান্দাইল প্রেসক্লাবের সকল মৃত সদস্য ও আজীবন সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের অডিটর মাওলানা ইসলাম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর