টাঙ্গাইলের নাগরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পাকুটিয়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।
পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক এর সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা উওর আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদিকা হাসিনা বারী চৌধরী, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ সামছুল হক, ইউনিয়ন পরিষদের সদস্য আইযুব আজাদ, কামরুন নাহার কাকলী প্রমুখ।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী অফিসে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটি সদস্য আব্দুল সালাম খান, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল আওয়াল নান্নু, মো. আওয়াল, পাকুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রশিদুল ইসলাম রশিদ।