দিগন্ত জোড়া ধরনীর বুকে
কত না ছবি আঁকি,
সরিষা ফুলের অপরূপ সাজে
ভরে যায় মোর আঁখি।
বিকেল বেলা রোদের ছোঁয়া
কি যে মনোহর শোভা,
সরিষার ফুলের রূপের বাহার
হৃদয়ে লাগছে দোলা।
শীতের চাদরে রোদের দখলে
মুচকি হাঁসানো রবি,
হৃদয়ে কামনা কবিতা লেখার
আমি যে উদাস কবি।
পড়ন্ত বিকেলে গগনের কোলে
উড়ন্ত মেঘ হাসে,
ঢেউ খেলে দেখি মাঝেমাঝে
বাতাসের সাথে ভাসে।
দূর দিগন্ত রবি ডুবে যায়
সন্ধ্যা নেমে আসে,
মাঝি ফিরে আপন ঘরে
নৌকার সারি ভাসে।