টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আনুষ্ঠানিক নৌকা প্রতীক পেলেন আহসানুল ইসলাম টিটু এমপি।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম সংশ্লিষ্ট প্রার্থীর কাছে আনুষ্ঠানিক ‘নৌকা’ প্রতীক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার প্রমূখ।