রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ছবিঃ ক্যাপশন জেলার গৌরনদীতে মঙ্গলবার সকালে সাহিত্য পত্রিকা মাসিক “প্রান্তর”র মোড়ক উন্মোচন করা হয়েছে। গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য, কবি ও সাহিত্যিক কবি শিকদার রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবি মুশফিক শুভ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, কোষাধ্য¶ জামিল মাহামুদ, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক কবি তরুন চক্রবর্তী।
বক্তব্য রাখেন সাহিত্য পত্রিকা মাসিক প্রান্তর এর সম্পাদক ও প্রকাশক কবি উৎপল চক্রবর্তী, বঙ্গবন্ধু কবিতা পরিষদের উপজেলা শাখার দপ্তর সম্পাদক বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ। উল্লেখ্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের বাঙ্গালী ও প্রবাসী লেখক, কবিদের লেখা নিয়ে সাহিত্য পত্রিকা মাসিক প্রান্তর প্রকাশিত হয়ে থাকে।