শীতের রাতের শিশির যেন
বিষ মাখানো বান
ফোটায় ফোটায় বিঁধে বুকে
বেরিয়ে যায় প্রাণ।
শীতল হাওয়া বহে যখন
স্তব্ধ নিঝুম রাতে
তরতরিয়ে কাঁপে দেহ
ঘুম আসেনা শীতে।
গাছ তলাতে ঘুমাতে যাই
ছেঁড়া কম্বল মুড়ে
ঘুম ভেঙে যায় শিশির যখন
টপটপিয়ে পরে।
শীতটা যেন মোদের জন্য
অভিশপ্ত কাল
চাইনা মোরা এমন ঋতু
চাইনা এ জঞ্জাল।
থাকতো যদি শীত ঋতুহীন
পাঁচ ঋতুর এক দেশ
আমরা অতি দরিদ্ররা
দিনকাটাতাম বেশ।