ইট পাথরের তৈরী শহর
নামটি তার ঢাকা,
রাস্তা গুলো নয়ত সোজা
সবি আঁকা বাঁকা।
ব্যাস্ততম মানুষগুলোর
মনটা হল পাথর,
বনবনানী নদী ছাড়া
হচ্ছে তারা কাতর।।
জীবিকার জন্য সবাই
হচ্ছে ঢাকা মুখী,
আসলে কি সেথায় গিয়ে
হয় তাঁরা সব সুখি?
প্রবীন বয়সে গ্রামে
ফিরছে নারীর টানে,
এই মাটিতে মিশবে দেহ
তারা সবাই জানে।।