জন্ম আমার ধন্য হলো
মা তোমার রত্ন গর্ব তলে ।
মা তোমায় আমি বেসেছিলাম ভাল
কেমনি করে তোমায় আমি
ভুলে যাবো মাগো।
মা তুমি যে আমার
হ্নদয়ের গভীবে আছো
শ্রদ্বার ভালবাসার চাদরে।
মা তুমি আছো চিরতরে
স্মরন করে যাবো মাগো
তোমায় বুক ভরে ।
মা তোমার পায়ের তলে
দিয়ো আমায় স্থান
যেখানে আছে তোমার
বেহেস্তের সম্মাানিত স্থান।
লেখক পরিচিতি:-
এম.এ. মান্নান
পিরোজপুর, দেলদুয়ার, টাঙ্গাইল।
মোবাইল- ০১৭২৪-৮৩২৫৩৬
good