রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মা সমাবেশ উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ

পাবনায় সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ১৮ বর্ষে পদাপর্ণ উপলক্ষে মা সমাবেশ এবং উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে শিবরামপুর বাংলাদেশ ঈদগাহ মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ঈদগাহ ও জমঈয়তে আহলে হাদীস সভাপতি মো. ইমদাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, পাবনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, পাবনা সদর উপজেলা শিক্ষা অফিসার মোছা. নার্গিস সুলতানা, পাবনা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছা: সাঈদা শবনম, পাবনা সদর সমবায় অফিসার মো. মাসুদ রানা, ইউসিবিএল পাবনা শাখা ম্যানেজার মো. আমানুল্লাহ, কৃষাণ ফুড ও হাকীম জুট মিল লি: ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা, শিক্ষা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের সুশিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। তারাই হবে আগামী স্মার্ট বাংলাদেশ গরার কারিগর। মা সমাবেশে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাফল্য কামনা করেন বক্তারা। পরে উদ্যোক্তা ও উদ্ভাবনী মেলার ২০ টি স্টল ঘুরে দেখেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর