পাবনা ফরিদপুর উপজেলা ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জম্ম দিন উপলক্ষে অত্র বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৬৪ সালে ১৮ই অক্টোবর এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজাড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাসভবনে জন্মগ্রহণ করেন।
সকাল ৯ ঘটিকায় অত্র বিদ্যালয়ের সভাপতি মো: আনোয়ার হোসেন সরকার, প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন, সকল শিক্ষক শিক্ষিকা অভিবাবক সদস্য সহ বিদ্যালয়ের সকল ছাত্র / ছাত্রীদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু করা হয় দিনের কর্মসূচি।
এরপর বিদ্যালয়ের ছাত্র / ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো : শাহিন কাওসার।