পাবনা সদর কওমি মাদরাসা পরিষদের আয়োজনে পাবনা সদর উপজেলার বিভিন্ন মাদরাসার ৩৫০ জন কওমি ছাত্রদের সংবর্ধনা ও পাগড়ী প্রদান করা হয়েছে। শনিবার রাতে পাবনা সদর আরিফপুর গোরস্তান ঈদগাহ ময়দানে এ পাগড়ী প্রদান করা হয়। পাবনা সদর কওমি মাদরাসা পরিষদের সভাপতি মুফতি ইমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কওমি ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করেন, ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের সিপাহ সালাব শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহম্মেদ মাদানী রহ: এর দৌহিত্র, আওলাদের রাসুল আল্লামা সায়্যিদ হাসান মাদানী দা: বা: দেওবন্দ ভারত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জামেয়া আশরাফিয়ার বড় হুজুর হাফেজ মাও: নেয়ামতুল্লাহ দা:বা:। এসময় আরও উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ঢাকা, ঢাকা জামেয়া হুসাইনিয়া আরজাবাদের মুহতামিম মুফতি বাহাউদ্দীন যাকারিয়া দাবা:, ঢাকা সাভার মাদরাসায়ে বেলাল (রা:) হেমায়েতপুরের মুহতামিম মাও: শামছুল আরেফীন সাদী দা: বা: সহ মাদরাসার কওমি ছাত্র ও মুসল্লীগণ।