চাটমোহর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ”আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত ” এ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) সকালে এ উপলক্ষে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, সহকারী কমিশনার ভূমি মোছাঃ তানজিনা খাতুন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মতিয়ার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার কৌশল উপকারীতা সম্পর্কে ধারনা দেওয়া হয়।