পাবনার চাটমোহরে ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শামীম হোসেন (২৬) নামে এক যুবক। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন পুকুর মালিক হামিদুল ইসলাম (৪৫)। ঘটনা ঘটেছে শনিবার বিকেলে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের লক্ষীকান্দা বিলে। খবর পেয়ে পুলিশ দু’জনের মৃতদেহ উদ্ধার করে রবিবার (১৫ অক্টোবর) ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। গত শুক্রবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় মারা যান শামীম। আর শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মৃত্যু হয় হামিদুলের। নিহত হামিদুল উপজেলার বেজপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে আর শামীম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জামতৈল গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি চাটমোহরের কৈনুরা গ্রামে তার নানা শাজাহান আলীর বাড়িতে থাকতেন। মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল শনিবার রাত সাড়ে আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, চাটমোহর উপজেলার লক্ষীকাটা বিলের হামিদুল ইসলামের পুকুরে শামীম ঘাঁস কাটতে আগের দিন শুক্রবার দুপুরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। পরের দিন শনিবার হামিদুল তার পুকুর দেখতে যায়। কিন্তু বাড়ী না ফেরায় হামিদুলের ছেলে তানজিদ হোসেন বিকেলে তাকে খুজতে যায়। পরে বিকেল ৬ টার দিকে পুকুর পাড়ে হামিদুল ও পানির কিনারে শামীমের লাশ দেখে চিৎকার দিলে অন্যান্যরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা জানান, পুকুর পাড়ের চার দিকে বৈদ্যুতিক বাতি জালানোর জন্য অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখার কারণে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। রবিবার (১৫ অক্টোবর) পাবনা জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।