পাবনার আটঘরিয়া উপজেলার গোপাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা তোয়াজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৩ অক্টোবর) বিকাল চারটায় নবজীবন বনাম ইছামতি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইছামতি ফুটবল একাদশ ২-০ গোলে নবজীবন ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হন।
উক্ত খেলায় প্রধান অতিথির ছিলেন আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী বিশ্বাস মোহন।
বিশেষ অতিথি ছিলেন শহীদ বুলবুল কলেজের সহকারী অধ্যাপক দর্শন বিভাগের ফরিদ আহমেদ, পাবিপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক রসায়ন বিভাগের রতন কুমার পাল, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো: গফুর খাঁ, ইউপি সদস্য ফরহাদ শিকদার প্রমুখ।