পাবনার ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা ও পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার কালিবাড়ি বাজাররে উপজেলা ও পৌর নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম নয়ন ও যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মালেক এর ইপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা শাখার জনাব মোঃ আমিনুল ইসলাম রাসেল কে আহ্বায়ক এবং জনাব মোঃ রবিউল ইসলাম ও জিহাদ সরকারকে যুগ্ন আহবায়ক করে এবং পৌর শাখার জনাব মোঃ উল্লাস কে আহ্বায়ক এবং জনাব মোঃ রাসেল রানা ও মোঃ আশিক ইকবাল কে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের জন্য ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা শাখার সদস্য মোঃ কেএম মাসুদুর রহমান টিটু, মোঃ হাসিবুর রহমান, মোঃ সোহেল রানা, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সোহাগ হাসান, মোঃ আনিসুর রহমান, মোঃ ইমরান হাসান রনি, পৌর শাখার সদস্য মোঃ সাগর আলী, মোঃ জিহাদ, মোঃ সাঈদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আসাদুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ, রফিকুল ইসলাম রাকিব, মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি অনুমোদন কালে উপজেলা ও পৌর শাখার নেতা কর্মীদের উদ্দেশ্যে জেলা নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উনার আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে সহযোগিতা এবং নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানান।