মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩(এসএসসি)তে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এর রাজশাহী শিক্ষাবোর্ড ১জন স্ট্যালেন্টপুলসহ মোট ৯জন মেধাবৃত্তি অর্জন করে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল সেরা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শিক্ষা বোর্ডে মেধা তালিকা প্রকাশের পর তা যাচাই করে এমন তথ্য পাওয়া গেছে। এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করে কৃতৃত্ব আর্জনকারি সকল শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী দিনের জন্য এমন সাফল্য আর্জন অব্যহত থাকুক এমন প্রার্থনা করেছেন প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকবৃন্দ।
জানা গেছে, পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের মধ্যে অবস্থিত মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ২০০৩ সালে ডাক্তার গোলাম মোস্তফা ও সহধর্মীনি ডাক্তার মমতাজ খানম। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সহশিক্ষা কার্য্যক্রমে শুরু থেকেই বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে কৃতৃত্বের স্বাক্ষর রেখে আসছে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে এই বিদ্যালয় থেকে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২২(এসএসসি)পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১১০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। তার মধ্যে ৪৮ জন জিপিএ ৫সহ ১০৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। যার পাশের হার ৯৭.২৭ ভাগ শিক্ষার্থী। তবে গত বুধবার রাজশাহী শিক্ষাবোর্ড মেধাবৃত্তির প্রকাশিত ফলাফাল পর্যালোচানা করে দেখা গেছে । ১জন ট্যালেন্টপুল সহ মোট ৯জন বোর্ড মেধাবৃত্তি লাভ করেছেন। বোর্ড মেধাবৃত্তি প্রাপ্তরা হলেন,জুলকার নাইন (ট্যালেন্টপুলসহ শিক্ষাবোর্ডে ৬৪ তম), শেখ সাদি আফরিন তৃষা, জেবাইদা পারভীন জ্যোতি, সেজুঁতি রহমান, ইশতিয়াক আহম্মেদ,তাহসিন তামান্না, জান্নাতুন নূর, মায়া খাতুন, মুশফিকুর রহমান। মেধাবৃত্তির এই ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল উপজেলা পর্যায়ে সেরা অবস্থানে রয়েছে।
এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার মমতাজ খানম শিক্ষার্থীদের এমন সাফল্য ধারাহিক বজায় থাকুক উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন ভালো মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে পারে সে দৌযা রইল।
মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ মো. আব্দুল হাকিম বলেন, আলহামদুলিল্লাহ, এসএসসি ২০২৩ এ মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের অভাবনীয় সাফল্য ট্যালেন্ট ১জন ও সাধারণ ৮ জনসহ মোট ০৯ জন বৃত্তি লাভ করেছে। বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও দোয়া রইল।