পাবনার চাটমোহরে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) বিকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর চার মাথা মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিমাইচড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন এই আলোচনা সভার অয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন জননেত্রী শেখ হাসিনা সরকারের বিগত সময়ে বিভিন্ন সাফল্য তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা ক্ষমতায় আসার পর থেকেই জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। তাই তিনি কোনোদিন কোন অন্যায়ের নিকট মাথানত করেন নি। তার সরকার কৃষকের জন্য সার নিশ্চিত করেছেন, স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছেন। যোগযোগ ব্যবস্থার অভৌতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। মানুষকে আর না খেয়ে থাকতে হয় না উল্লেখ করে তিনি আরও বলেন, কতিপয় মানুষ আছে যার বর্তমান যে সরকারের উন্নয়ন ভোগ করছেন অথচ সেই সরকারেরই বদনাম করছেন। তারা জাতীয় বেঈমান। চাটমোহর টু মান্নান নগর মিনি বিশ্বরোড চলনবিলের মধ্য দিয়ে নিমাণ করা হয়েছে এই সরকারের আমলে । যার সুফল হান্ডিয়াল তথা লক্ষ্য লক্ষ্য মানুষ ভোগ করছেন। এছাড়াও চলনবিলের মধ্য দিয়ে ভাঙ্গুড়া-নওগাঁ মহাসড়ক নির্মাণ এই সরকারের এই অঞ্চলের জন্য আরও এক বড় সাফল্য উল্লেখ করেন। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আবার বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমাইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এএইচএম কামারুজ্জামান খোকন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মো.রেদোয়ানুল হালিম, চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান মুক্তিসহ প্রমুখ। এ সময় চাটমোহরের বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী নেতৃবন্দ, সাধারণ জনতা উপস্থিত ছিলেন।