পাবনার চাটমোহরে ৫০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামুল্যে সার,বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে। ঢাকা ব্যাংকের আর্থিক সহায়তায় সিনজেনটা বাংলাদেশ এই কৃষিপণ্য বিতরণ করে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর চড়কবাড়ি চত্বরে এই কৃষিপণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনজনটা বাংলাদেশের জোনাল সেলস ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, ঢাকা ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, সিনজেনটার রিজিওনাল সেলস ম্যানেজার ইশতিয়াক ইমরোজ, টেরিটরি ম্যানেজার নাঈম আদনান, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুত, সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সিনজেনটা ডিলার সুদাম দত্ত প্রমুখ।