জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সৈয়দপুর বাজার চত্তরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে, একই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন উপস্থিত বক্তারা।
মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় উপজেলার ৪নং বড়পাঙ্গাসী আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির লিটনের সার্বিক সহযোগীতায় ও উল্লাপাড়া -সলঙ্গা আসনের সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ লাজেম উদ্দিনের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আঃ রাজ্জাকের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য দেন জনাব মোঃ ফয়সাল কাদের রুমি – সভাপতি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গোলাম মোস্তফা – সাধারন সম্পাদক উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ, জনাব মোঃ হাফিজুর রহমান হাফিজ – ১নং যুগ্ন সাধারণ সম্পাদক -উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সদস্য সিরাজগঞ্জ জেলা পরিষদ, জনাব মোঃ আমিরুল ইসলাম আরজু- প্যানেল মেয়র ও সাধারণ সম্পাদক উল্লাপাড়া পৌর আওয়ামী, জনাব মোঃ হুমায়ুন কবির লিটন – চেয়ারম্যান বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ ও সভাপতি বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগ।
আরও বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা।
চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ হুমায়ুন কবির লিটন বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানানতিনি।
উপজেলা আওয়ামী লীগের বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান ।