সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশে নসিমন গাড়ী উল্টে চালক নিহত

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের তাড়াশে নসিমন গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে মাহতাব প্রামানিক (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে চন্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মাহতাব প্রামানিক তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত.মুসা প্রামানিকের ছেলে।

স্থানীয়রা ও নিহতের ভাই সোহেল রানা সোহাগ জানান, মাহতাব প্রামানিক তার নসিমন গাড়ী নিয়ে একটি ভাড়ায় যাওয়ার পথে গাড়ীর একটি চাকা পাংচার হয়ে রাস্তা পাশে উল্টে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, নিহত চালকের গাড়ীর চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর