বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে তাবিয়া সুলতানা (১৮ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। সে ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। শনিবার (১ জুলাই) সকাল সারে দশটার দিকে বাড়ির পাশে নিচু জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে সে ডুবে যায়। তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জানা যায়, তাবিয়া বৃষ্টি থেমে যাওয়ার ফাঁকে বাড়ির উঠানে খেলছিলো। বাবা মা কাজে ব্যস্ত থাকায় তাবিয়া একপা দুপা হেটে বাড়ির পাশের নিচু জায়গায় জমি থাকা বৃষ্টির পানিতে সবার অগোচরে ডুবে যায়। মেয়েকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে জমে থাকা পানিতে তাকে খুজে পায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।