শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

ই-পেপার

সাঁথিয়ায় মধ্য বয়সি নারীর গলাকাটা লাশ উদ্ধার

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ

পাবনা সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর ইউনিয়নের অন্তর্গত পাইকেরহাটি বাবুপাড়া গ্রামের মৃত আইয়ুব খানের স্ত্রী সেলিনা খাতুন নামের এক মধ্য বয়সী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
গতকাল ২৬শে জুন সোমবার আনুমানিক রাত ১০ টার দিকে তার নিজ বাড়িতে এ হত্যার ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় তিন কন্যা সন্তানের জননী সেলিনা খাতুন এর ছেলে সন্তান না থাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন যাবত একাই বসবাস করে আসছেন।
গতকাল রাতে কে বা কাহারা তার ঘরে ঢুকে বটি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
একই গ্রামের তার ছোট মেয়ের জামাই ঈদের ছুটিতে বাড়িতে আসলে রাতেই দেখা করতে যান শাশুড়ি সেলিনার সঙ্গে, বাড়ির গেটে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে পেছনের গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় তার শাশুড়ি সেলিনা খাতুন মেঝেতে পড়ে আছে।
এ হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান কাশিনাথপুর ফাঁড়ির ইনচার্জ  তুজাম্মেল হোসেন ও এ এস আই আনোয়ার। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম ও বেড়া, সাথিয়ার সার্কেল এসপি কল্লোল কুমার দাস।
ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা মেডিকেল হাসপাতাল মরগে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাথিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন এ হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন অতি দ্রুত তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর