পাবনার চাটমোহর পৌরশহরে দিন দুপুরে বাসাবাড়ীতে আধুনিক যন্ত্র দিয়ে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। পৌর এলাকার একাধিক সূত্রে জানা যায়, কিছুদিন যাবত একটি সক্সঘবদ্ধ চোর চক্র দিন দুপুরে লোকসহগম কম এমন এলাকায় বাসাবাড়িতে চুরি করে আসছে। নেয়া হচ্ছে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল।
সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় চুরি হয় পৌরসভা ৩নং ওয়ার্ডের বালুচর মহল্লার সোবাহান মিস্ত্রীর বাসায়। আধুনিক যন্ত্র দিয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণের গহনাসহ মোট ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
ক্ষতিগ্রস্থ বাসার মালিক সোবাহান মিস্ত্রীর বড় ছেলে একটি প্রাভেট ব্যাংকে চাকুরী করেন। তিনি জানান, আমাদের বাসার তৃতীয় তলায় আমরা পরিবারসহ থাকি। আমার স্ত্রী গৃহিনী ও আমি একটি প্রাভেট ব্যাংকে চাকুরি করি। প্রতিদিনের মতো সকালে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমার তৃতীয় তলার ইউনিটে গ্রীলের তালা কেটে চোর ঘরে ঢুকে সব কিছু তছনছ করে টাকা ও গহনাগুলো নিয়ে গেছে। চোর ঘর থেকে নগদ দুই লাখ টাকা, স্বর্ণের ১২ ভরির গহনাসহ মোট ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। দিন রাতে পুলিশের কোন টহল নেই বলে বাসাবাড়ীর মালিকগন অভিযোগ করেন। এসকল চুরি বন্ধে স্থানীয় প্রশাসন আইন-শৃক্সখলা বাহিনীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চাটমোহর পৌরবাসী।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, সোবাহান মিস্ত্রীর বাসায় চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।