পাবনার ভাঙ্গড়ায় বাবার পূর্বের শত্রুতার জেরে রাতের আঁধারে জামাই মেয়েকে হত্যার চেষ্টা।
বাবার জমি জিরেত নিয়ে প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের চলছে শত্রুতা। সেই প্রতিশোধ নিতে হত্যার চেষ্টা করেন জামাই ও মেয়েকে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামের মোঃ মোবারক পরামানিকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলমের সঙ্গে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাবুলদহ গ্রামের জৈনক ব্যক্তির মেয়ে মোছাঃ মৌসুমীর (২৩) সঙ্গে বিয়ে হয়। গত বুধবার ৬ জন সন্ধ্যায় জাহাঙ্গীর শশুর বাড়ি হইতে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়ি ভাঙ্গুরা উপজেলা মাগুরা গ্রামে রওনা হয়। মাঝ রাস্তা বাগুয়ান গ্রামে পৌঁছলে রাত ৭টার দিকে শত্রুপক্ষ তাদেরকে গতিরোধ করে। তাদের কোলে থাকা শিশু সন্তানকে কোল থেকে ফেলে দেয় এবং তার স্ত্রী মৌসুমি(২৩) কে শ্রীলতা হানি করে। এরপরে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং মারপিট করে।এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরের দিন জাহাঙ্গীর আলম সাতজনকে আসামি করে ভাংগুরা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাবুলদহ গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ আল আমিন (৪০),হাবিবুর রহমান (৩৮),হাফিজুর রহমান (৩০), একই গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে আব্দুল মজিদ (৬ ০),আব্দুল মজিদ সরদারের ছেলে জয়ান সরদার(৩৮),আব্দুল মজিদ সরদারের ছেলে জাহিদুল সরদার (২৮)।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।